Solution Overview

প্লাস্টিক ব্যাংক-বাংলাদেশ |  SWAPNAJAAL

Fighting Environmental pollution by managing plastic waste

Share this Pitch:

About the Pitch

Submitted By: SWAPNAJAAL

Name of the Solution: প্লাস্টিক ব্যাংক-বাংলাদেশ

The Pitch in One Sentence:

প্লাস্টিক ব্যাংক-বাংলাদেশ ‘জলবায়ু পরিবর্তনের’ বিরুদ্ধে সাধারণত জনগণ, স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণ তরুণীদের সোচ্চার হতে উৎসাহিত করছে। “প্লাস্টিক কালেকশন সেন্টার ” এর প্রজেক্টের মাধ্যমে যাত্রা শুরু হয়। কক্সবাজারে পর্যটন নগরী হওয়ায় প্লাস্টিকের ব্যবহার বেড়েছে যার ফলে পরিবেশের নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। ২০২০ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে ২০ কিলোমিটার প্লাস্টিকের টুকরো ও বিভিন্ন বরজ্য ভেসে এসেছিলো সে সময় গুরুত্বপূর্ণ ভুমিকা পানল করে স্বপ্নজাল । এই কারনে জেলা প্রশাসন কক্সবাজার থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন। কক্সবাজারের প্লাস্টিক ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা করে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু সংকট মোকাবেলায় মাঠ পর্যায়ে তরুণদের অংশগ্রহন শতভাগ নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ প্লাস্টিক ব্যাংকের কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সরাসরি ভূমিকা রাখবে।

The Initiative in Video:

Stop Plastic Pollution. Save Our Beach (Cox’sBazar-07/07/2020)

The Project on Social Media: https://www.facebook.com/PlasticBankbd

Summary of the Pitch

স্বপ্নজাল ২০১৮ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ও পরিবেশে দূষণ রোধে কাজ করে যাচ্ছে। ২০১৯ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয় প্লাস্টিক রিসাইকল প্রক্রিয়ার মাধ্যে পরিবেশকে সুন্দর করার পরিকল্পনা নিয়ে উক্ত প্রকল্পের যাত্রা শুরু হয়। প্লাস্টিক ব্যাংক – বাংলাদেশ’ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের লক্ষে উক্ত স্বপ্নজাল এই প্রকল্প কাজ করছে ১৩ নং লক্ষমাত্রা ‘জলবায়ু সংকট মোকাবেলা ও প্লাস্টিক রিসাইকল বিষয়ে “। প্লাস্টিক ব্যাংক-বাংলাদেশ ‘জলবায়ু পরিবর্তনের’ বিরুদ্ধে সাধারণত জনগণ, স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণ তরুণীদের সোচ্চার হতে উৎসাহিত করছে। “প্লাস্টিক কালেকশন সেন্টার ” এর প্রজেক্টের মাধ্যমে যাত্রা শুরু হয়। কক্সবাজারে পর্যটন নগরী হওয়ায় প্লাস্টিকের ব্যবহার বেড়েছে যার ফলে পরিবেশের নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। ২০২০ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে ২০ কিলোমিটার প্লাস্টিকের টুকরো ও বিভিন্ন বরজ্য ভেসে এসেছিলো সে সময় গুরুত্বপূর্ণ ভুমিকা পানল করে স্বপ্নজাল । এই কারনে জেলা প্রশাসন কক্সবাজার থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন। কক্সবাজারের প্লাস্টিক ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা করে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু সংকট মোকাবেলায় মাঠ পর্যায়ে তরুণদের অংশগ্রহন শতভাগ নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ প্লাস্টিক ব্যাংকের কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সরাসরি ভূমিকা রাখবে।

What specific problem is this initiative trying to solve? 

প্লাস্টিক কালেকশন সেন্টার -আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কালেকশন করব। অর্থের বিনিময়ে প্লাস্টিক কালেকশন করব। খাবারের বিনিময়ে প্লাস্টিক কালেকশন করব।  অ্যাপ’স এর মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ করা হবে। বিভিন্ন ডাস্টবিন হতে প্লাস্টিক সংগ্রহ করা হবে। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ- কক্সবাজারের বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের স্বমন্বয়ে প্লাস্টিক সংগ্রহ করব। প্রতি সপ্তাহে বা মাসিক বীচ ক্লিন প্রোগ্রাম পরিচালিত হবে। অর্থের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ – আমরা অসহায়, কর্মহীন, অধিকার বঞ্চিত মানুষদের মাধ্যমে অর্থের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ করব। খাবারের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ- আমরা অসহায়, কর্মহীন, অধিকার বঞ্চিত, ক্ষুর্ধাত মানুষদের মাধ্যমে খাবারের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ করব। অ্যাপ’স এর মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ – আমরা প্রচার-প্রচারণার মাধ্যমে অ্যাপ’স এর কার্যক্রম জনসাধরণের মধ্যে অবগত করব এবং ২৪ ঘন্টা নোটিশের মাধ্যমে সবাইকে জানানো হবে কখন কোথায় প্লাস্টিক সংগ্রহ করব।

Details of the Pitched solution

প্লাস্টিক কালেকশন সেন্টার -আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কালেকশন করব। অর্থের বিনিময়ে প্লাস্টিক কালেকশন করব। খাবারের বিনিময়ে প্লাস্টিক কালেকশন করব।  অ্যাপ’স এর মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ করা হবে। বিভিন্ন ডাস্টবিন হতে প্লাস্টিক সংগ্রহ করা হবে। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ- কক্সবাজারের বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের স্বমন্বয়ে প্লাস্টিক সংগ্রহ করব। প্রতি সপ্তাহে বা মাসিক বীচ ক্লিন প্রোগ্রাম পরিচালিত হবে। অর্থের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ – আমরা অসহায়, কর্মহীন, অধিকার বঞ্চিত মানুষদের মাধ্যমে অর্থের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ করব। খাবারের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ- আমরা অসহায়, কর্মহীন, অধিকার বঞ্চিত, ক্ষুর্ধাত মানুষদের মাধ্যমে খাবারের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ করব। অ্যাপ’স এর মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ – আমরা প্রচার-প্রচারণার মাধ্যমে অ্যাপ’স এর কার্যক্রম জনসাধরণের মধ্যে অবগত করব এবং ২৪ ঘন্টা নোটিশের মাধ্যমে সবাইকে জানানো হবে কখন কোথায় প্লাস্টিক সংগ্রহ করব।

Impact and Beneficiaries of the Pitched Solution

প্লাস্টিক কালেকশন সেন্টার -আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কালেকশন করব। অর্থের বিনিময়ে প্লাস্টিক কালেকশন করব। খাবারের বিনিময়ে প্লাস্টিক কালেকশন করব।  অ্যাপ’স এর মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ করা হবে। বিভিন্ন ডাস্টবিন হতে প্লাস্টিক সংগ্রহ করা হবে। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ- কক্সবাজারের বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের স্বমন্বয়ে প্লাস্টিক সংগ্রহ করব। প্রতি সপ্তাহে বা মাসিক বীচ ক্লিন প্রোগ্রাম পরিচালিত হবে। অর্থের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ – আমরা অসহায়, কর্মহীন, অধিকার বঞ্চিত মানুষদের মাধ্যমে অর্থের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ করব। খাবারের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ- আমরা অসহায়, কর্মহীন, অধিকার বঞ্চিত, ক্ষুর্ধাত মানুষদের মাধ্যমে খাবারের বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ করব। অ্যাপ’স এর মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ – আমরা প্রচার-প্রচারণার মাধ্যমে অ্যাপ’স এর কার্যক্রম জনসাধরণের মধ্যে অবগত করব এবং ২৪ ঘন্টা নোটিশের মাধ্যমে সবাইকে জানানো হবে কখন কোথায় প্লাস্টিক সংগ্রহ করব।

What city, village and upazilas are this solution impacting?

cox’s bazar area

Which division will this solution be impacting?

  • Chittagong

What kind of support do you need to take your idea forward?

CSR Funds

how much funds do you need to get started?

 BDT 100,000 to 500,000

About Plastic Bank Bangladesh

Plastic Bank Bangladesh gives value to plastic waste and it can be exchanged for rewards or money and helps lift people out of poverty by providing income and additional life-improving items and services. By revealing the value in waste plastic we help reduce global poverty while stopping plastic from entering our ocean and waterways.

Our mission is to remove plastic waste from the land, ocean and waterways while helping people ascend from poverty and transition into entrepreneurship.

Our goal is to lead the movement toward worldwide demand for the use of Social Plastic in everyday products. The higher the worldwide demand becomes, the higher the reward will be for harvesting Social Plastic.

Join the Plastic Bank revolution to start changing the world through your purchasing power.

As educated consumers begin to demand the use of recycled ocean plastics in the products they buy, the value of ocean plastics will increase.

Share this Pitch

Looking to fund your next CSR Project?

See all Pitch Challenges